হার্টবিট ডেস্ক
করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে কঠোর লকডাউনের কারণে এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (২৬ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিলর মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ‘বৈঠকে পরীক্ষা কমিটির দেওয়া সিদ্ধান্তই কার্যকর হয়েছে। আপাতত পরীক্ষা স্থগিত। পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে অর্থাৎ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে এক আগস্ট পরীক্ষা নেওয়া হবে।’
এর আগে করোনা পরিস্থিতির অবনতি ও ঢাকার পার্শ্ববর্তী সাত জেলাসহ বিভিন্ন অঞ্চলভিত্তিক বিশেষ লকডাউনের কারণে গত ২৩ জুন বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভায় এফসিপিএস পরীক্ষা স্থগিত করা হয়। পর দিন বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকেও এ সিদ্ধান্তে সম্মতি দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটি চূড়ান্ত হতে বিসিপিএসের শেষ স্তর, অর্থাৎ কাউন্সিলের মিটিংয়ে গড়ায়। সেখানে আজ শনিবার (২৬ জুন) এফসিপিএস পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করা হয়।
Discussion about this post