হার্টবিট ডেস্ক
কিউবার আবদালা ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যু থেকে সুরক্ষা দিতে সক্ষম তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি।
কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে এই ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করেছে।
এক টুইট বার্তায় বায়োকিউবাফার্মা জানায়, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দুটি ভ্যাকসিনের একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।
সম্প্রতি কিউবায় করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার এবং মারা গেছে এক হাজার ১৭০ জন।
উল্লেখ্য, আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ১৯৮০ এর দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে ভ্যাকসিন তৈরি করে আসছে।
Discussion about this post