হার্টবিট ডেস্ক
সীমান্তবর্তী জেলা যশোরে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, যশোরে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। কঠোর ‘লকডাউন’ ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে করোনা রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।
চাপ কমানোর জন্য মঙ্গলবার (২২ জুন) থেকে বেসরকারি জনতা হাসপাতালে ভারতফেরত রোগীদের রাখা হচ্ছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটে ভর্তি আছেন ৮৯ জন ও আইসোলেশন ওয়ার্ডে আছেন ৬৫ জন। শয্যা খালি না থাকায় অন্তত ৩০ জনকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে।
Discussion about this post