হার্টবিট ডেস্ক
ফরিদপুরে করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। রোববার জেলায় করোনা শনাক্তের হার ৪৯ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে। ফরিদপুর করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
রোববার (২০ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের হার ৪৯ দশমিক ৫৭ শতাংশ। এ হার শনিবার ছিল ৩১ দশমিক ৭৪ শতাংশ। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৯৯ জন। মোট শনাক্তের সংখ্যা ১১ হাজার ৫৪৩ জন।
করোনা পরিস্থিতির অবনতি ঘটায় ভাঙ্গা, বোয়ালমারী ও ফরিদপুর পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুন) এ বিধিনিষেধ কার্যকর হয়েছে।
Discussion about this post