হার্টবিট ডেস্ক
এ সপ্তাহে মন্ত্রণালয়ের চিঠি পেলে এমবিবিএস চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে নিয়ে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদ। অন্যথায় এক মাস স্থগিতের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন ধরে পরীক্ষার আয়োজন করা হবে। সেই হিসাবে আগামী সপ্তাহে পরীক্ষার নতুন সময়-সূচি ঘোষণা করা হবে।
এমবিবিএস চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার নতুন তারিখ নিয়ে এক প্রশ্নের জবাবে সোমবার (৩১ মে) এসব কথা জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠির অপেক্ষায় আছি, চিঠি এখনো পাইনি। এ সপ্তাহে চিঠি না পেলে মন্ত্রণালয় যেহেতু পরীক্ষা এক মাস পেছাতে বলেছিল, সে হিসাবে ৩০ জুন নির্ধারিত হয়েই আছে। অধ্যক্ষগণকেও বলেছি, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করুন, ৩০ জুন মাথায় রেখে যেন প্রস্তুতি নেয়। তবে এই সপ্তাহে চিঠি পেলে এক সপ্তাহ আগানো হবে। এতে সুবিধা হচ্ছে, কুরবানীর ঈদের আগে অন্তত একটি ভাইভা দাঁড় করাতে পারবো। এটাই আমার পরিকল্পনা। পরীক্ষার্থীদের ক্যাম্পাসে আনা নিশ্চিত করতে কমপক্ষে ১৫/১৬ দিন সময় তো দিতে হবে। সবই নির্ভর করছে মন্ত্রণালয়ের নির্দেশের ওপর।’
‘চিঠিটা পেলে এক সপ্তাহ আগাবো, নতুবা ৩০ জুন ধরে নতুন সময়-সূচি ঘোষণা। অর্থাৎ এই সপ্তাহ দেখবো, না হলে আগামী সপ্তাহে নতুন তারিখ ঘোষণা করবো’—যোগ করেন ঢাবি ডিন।
এ সপ্তাহে চিঠি পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় সবুজ সংকেতও জরুরি। যদি রোববারও (৩০ মে) ফাইল চলতো তাহলে নতুন কিছু ভাবা যেতো। সোমবার (৩১ মে) ডিজি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, পরীক্ষার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। সেখান থেকে যাবে মন্ত্রণালয়ে, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ সপ্তাহে আর তিন কর্ম দিবস আছে। এর মধ্যে আর কতটুকু আগানো সম্ভব?
তিনি আরও বলেন, ‘সোমবার (৩১ মে) পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আমার কথা হয়েছে। খসড়া শিডিউল দিলে তিনি চূড়ান্ত করে দিবেন। এ ক্ষেত্রে আমি সহযোগিতা করছি। পরীক্ষার তারিখ ঘোষণা করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস।’
পরীক্ষা আয়োজন নিয়ে ভারত দূতাবাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকার কথা জানিয়ে ডা. শাহরিয়ার নবী বলেন, ‘দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি গত রোববার (৩০ মে) ঢাকা মেডিকেলে এসেছিলেন। তাঁকে আমাদের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়েছে। এ সময় তিনি নিজ দেশের শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনের ব্যাপারে কলেজের অধ্যক্ষগণের সহযোগিতা চেয়েছেন। আমি এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা আশ্বাস দিয়েছি। কারণ অধ্যক্ষগণ এ ব্যাপারে পূর্ণ আন্তরিক।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (৬ মে) আমার কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা এসেছে। সেখানে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে যেহেতু ভারত ও নেপালের শিক্ষার্থীরা আটকে গেছে, এ অবস্থায় আগামী ৩০ মে অনুষ্ঠেয় চূড়ান্ত পেশাগত পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে।’
আগের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ মে শুরু হয়ে এ লিখিত পরীক্ষা জুনের ১০ তারিখ পর্যন্ত চলার কথা ছিল।
প্রসঙ্গত, সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গত ৩ মার্চ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো।’
Discussion about this post