হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফরিদুল আলম আর নেই। রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. সাইয়েদ আসিফ তার ফেসবুক টাইমলাইনে লেখেন, এতিম শিশুদের কিভাবে ভালোবাসতে হয়,তা স্যার হতে আমি অধম বেশ শিখেছি। স্যারের বিল্ডিংয়ের কিছু ফ্লোর পর্যন্ত স্যার জীবদ্দশায় প্রত্যন্ত অঞ্চলের এতিমখানার জন্য ওয়াকফ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, এতিমখানাগুলোর তত্ত্বাবধায়করা প্রতি মাসে এসে ওই ফ্লোরের ভাড়াগুলো নিয়ে যেতো।
উনি বলতেন, সন্তানদের জন্য এতো সম্পদ রেখে গিয়ে কী হবে? ওদের তো শিক্ষার পেছনে খরচ করেছি, সক্ষম মানুষ হিসেবে গড়ে তুলেছি, বাকিটা তাদের দায়িত্ব। এই এতিম শিশুগুলোর দোয়ায় আমার পরকালের পাথেয় হবে।
Discussion about this post