হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২৪৮ জন। এ সময় এক হাজার ৬০৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮৩ হাজার ৭৩৭ জন।
আজ বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৩৭ জনের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১৩ জন। আর তাদের মধ্যে সরকারি হসপাতালে ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং বাসায় একজনের মৃত্যু হয়েছে।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ৯২৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট সাত লাখ ২৬ হাজার ১৩২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার সাত দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১২ হাজার ২৪৮ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ আট হাজার ৮৫৮ জন (৭২ দশমিক ৩২ ভাগ) ও নারী তিন হাজার ৩৯০ জন (২৭ দশমিক ৬৮ ভাগ)।
Discussion about this post