হার্টবিট ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সদ্য শেষ হওয়া এপ্রিল মাসেই ২১ জন মারা গেছেন। এছাড়া মার্চে তিনজন মারা যান। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন চিকিৎসক। এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট মোট আট হাজার ২০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বৃবিতিতে এ তথ্য জানানো হয়।
Discussion about this post