হার্টবিট ডেস্ক
দুবাই ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি (ডিডিই) জার্নালে ‘অল্প বয়সে যাদের টাইপ-২ ডায়াবেটিস ম্যালাইটাস রোগ হয়, তাদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি’ শীর্ষক বাংলাদেশি চিকিৎসকদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) ডিডিই’র সায়েন্টিফিক জার্নালের গবেষণাপত্রটি প্রকাশিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অর্থায়নে পরিচালিত এ গবেষণাকর্মে ‘অল্প বয়সে’ বলতে ৪০ বছর বয়সের আগে যাদের টাইপ-২ ডায়াবেটিস ম্যালাইটাস হয়েছে তাদেরকে বিবেচনা করা হয়েছে।
গবেষক দলের প্রধান ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ জানিয়েছেন, ঢাকার দুইটি টারশিয়ারি লেভেল হাসপাতালের আউটডোর বিভাগে সেবা গ্রহণকারী এক হাজার ১১৪ জন ডায়াবেটিস ম্যালাইটাস (T2DM) রোগীর ওপর এ গবেষণা চালানো হয়।
গবেষণায় প্রাপ্ত প্রধান কয়েকটি ফল
১. গবেষণায় অংশগ্রহণকারীদের প্রায় এক তৃতীয়াংশের ৪০ বছর বয়সের আগে টাইপ-২ ডায়াবেটিস ম্যালাইটাস হয়েছে।
২. যাদের ৪০ বছর বয়সের আগে টাইপ-২ ডায়াবেটিস ম্যালাইটাস হয়েছে তাদের Depression অর্থাৎ বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি, যাদের ৪০ বছর বয়সের পরে টাইপ-২ ডায়াবেটিস ম্যালাইটাস হয়েছে তাদের চেয়ে ৫৭ শতাং বেশি; (OR 1.57; 95% CI 1.13 – 2.28; p=0.011).
৩. যাদের পরিবারে ডায়াবেটিস রোগের ইতিহাস আছে, যাদের রক্তে গ্লুকোজের মাত্রা সুনিয়ন্ত্রিত নয়, যাদের ১ বা ১-এর অধিক ডায়াবেটিস জনিত জটিলতা আছে তাদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
গবেষণাকর্মে সহ-গবেষক হিসেবে ছিলেন গবেষণাঅন্তপ্রাণ খ্যাতিমান চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম, অস্ট্রেলিয়ার মেলবোর্নে মনাশ ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথ এবং প্রিভেনটিভ মেডিসিনের মেগান নিও এবং একই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন নার্সিং এবং স্বাস্থ্য বিজ্ঞানের মো. নাজমুল করিম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের কর্মকর্তা এম মোস্তফা জামান।
গবেষণাপত্র প্রকাশের খবর জানিয়ে অধ্যাপক বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, ‘একটি গবেষণা প্রকাশ হওয়া বড় সাফল্য। এর আগে আমাদের বহু গবেষণা বিশ্বব্যাপী প্রেস্টিজিয়াস মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে। করোনা নিয়ে বাংলাদেশ থেকে একমাত্র গবেষেণা হিসেবে ক্যামব্রিজ ইউনিভার্সিটির জার্নালে আমাদের বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল বিএমজে ওপেনে প্রকাশিত হয়েছে নন-কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমাদের একটি গবেষণা।’
তিনি আরও বলেন, ‘প্রকাশ না হলে গবেষণাকর্ম পূর্ণতা পায় না। প্রকাশনার কাজে গবেষক দলের সদস্যরা দীর্ঘদিন ধরে ধৈর্য সহকারে লেগে ছিলেন, সফল হয়েছেন। সকলকে আন্তরিক অভিনন্দন ও সবিশেষ কৃতজ্ঞতা।’
Discussion about this post