হার্টবিট ডেস্ক
দেশে রাশিয়ার ‘স্পুটনিক ফাইভ’ ভ্যাকসিন উৎপাদনের জন্য চুক্তির পর এখন চূড়ান্ত আলোচনা চলছে ঢাকা ও মস্কোর মধ্যে। এ ভ্যাকসিনের প্রায় ৯৮ ভাগ কার্যকারিতা পাওয়ার কথা জানিয়েছে রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট।
এ ছাড়া মেডিকেল জার্নাল ল্যানসেটের গবেষণায়ও স্পুটনিক ফাইভ ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর বলে জানানো হয়েছে।
করোনার টিকা আবিষ্কারের দৌড়ে এগিয়ে থাকা রাশিয়ায় উৎপাদিত স্পুটনিক ফাইভ ভ্যাকসিন আবারো আলোচনায় উঠে এসেছে। রক্তে জমাট বাঁধাসহ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অন্যান্য ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের এখন পর্যন্ত নেতিবাচক কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ৯৭ দশমিক ৬ শতাংশ কার্যকারিতা পাওয়ার দাবি করেছে রাশিয়ার মহামারি ও মাইক্রোবায়োলজি গবেষণা কেন্দ্র গ্যামেলিয়া ইনস্টিটিউট।
গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত টিকার দুই ডোজ নেয়া প্রায় ৪০ লাখ মানুষের রোগ সংক্রমণের হার বিশ্লেষণ করে এটি নিশ্চিত করা হয়। তবে পরিসংখ্যানের বাইরে ভ্যাকসিনটির প্রকৃত কার্যকারিতা আরও অনেক বেশি বলে দাবি গ্যামেলিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেক্সান্ডার গিন্টসবার্গের।
তিনি বলেন, স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা ও করোনা থেকে সুরক্ষা দেয়ার প্রমাণ পাওয়া গেছে। বিশ্লেষণের ফলাফলে কার্যকারিতায় দেখা গেছে- প্রকৃতপক্ষে এ টিকার কার্যকারিতা আরও বেশি।
এদিকে বিজ্ঞানবিষয়ক জার্নাল ল্যানসেট জানিয়েছে, স্পুটনিক ফাইভের তিন ধাপের ট্রায়ালে সব বয়সীদের মধ্যে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে এটি বেশ নিরাপদ বলেও জানানো হয়।
বিশ্বের ৬০টির বেশি দেশে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে। বিভিন্ন দেশে দিন দিন এ ভ্যাকসিনের চাহিদাও বাড়ছে। এরই মধ্যে রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের জন্য ২০টির বেশি দেশ চুক্তি করেছে বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে, রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ বাংলাদেশে উৎপাদনের জন্য মস্কো ও ঢাকা একটি চুক্তি সই করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া ভ্যাকসিন পেতে চীনের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে এ কথা জানান তিনি।
Discussion about this post