হার্টবিট ডেস্ক
স্মৃতির অতল গভীরে হারিয়ে যাবে
কত নাম, কত মুখ, কত অজানা কাহিনী।
কিন্তু চিরভাস্কর হয়ে থাকবে একটি নাম, ডা. মঈন উদ্দিন।
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক মঈন উদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো ১৫ এপ্রিল বৃহস্পতিবার। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
করোনাকালে যখন সারাদেশ আতঙ্কিত তখন ও চিকিৎসা সেবা প্রদান করছিলেন অকুতোভয় এ সম্মুখযোদ্ধা। করোনার প্রাদুর্ভাবের পরও তিনি হাসপাতাল ও চেম্বারে চিকিৎসা দিয়ে আসছিলেন। করোনা রোগীদের স্বাস্থ্যসেবা দিতে গিয়ে এক পর্যায়ে নিজেই প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হন। প্রথমে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল এবং পরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত বছরের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনাযোদ্ধা ডা. মঈনের মৃত্যুতে সে দিন চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে আসে। কেঁপে উঠে স্বাস্থ্যখাতসহ গোটা দেশ। নিবেদিতপ্রাণ এ চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি স্বজনদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ লাখ টাকার মঞ্জুরি প্রদান করে তাঁর পরিবারের সকল প্রকার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয় সরকার।
মঈন উদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিকিৎসকদের ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ানের উদ্যোগে ‘কোভিড-১৯ এর বর্তমান অবস্থা এবং করোনার ২য় ঢেউ ব্যবস্থাপনায় আমাদের করণীয়’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার এবং ডা. মঈন স্মরণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ইনফেকশাস রোগ সোসাইটি বিএসআইটিডি এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এই বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রাম এর লাইন ডিরেক্টর মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।
কোভিড-১৯ জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য এবং বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. কাজী তরিকুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে প্যানেলিস্ট হিসেবে ছিলেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক এবং বিএসআইটিডি এর সভাপতি সিলেট উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারি।
সেমিনার শেষে প্রয়াত চিকিৎসক মঈন উদ্দীন স্মরণে সভায় স্মৃতিচারণ করেন বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফজলে রাব্বী চৌধুরী এবং সেমিনারের বৈজ্ঞানিক পার্টনার এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং ডা. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
Discussion about this post