ডা. রেজাউল করিম কাজল, সহযোগী অধ্যাপক, গাইনি ও অবস বিভাগ বিএসএমএমইউ |
গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। মায়ের অসুস্থতা শিশুর বৃদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। যেমন গর্ভাবস্থায় মা যদি রুবেলায় আক্রান্ত হন, তবে শারীরিক ত্রুটি তো বটেই, এমনকি অনেক সময় গর্ভেই শিশুর মৃত্যু হতে পারে। রুবেলা আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর এই ত্রুটি স্থায়ী। তাই পরবর্তী সময়ে শিশুটিকে দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়। আবার কিছু রোগ আছে, যা মায়ের গর্ভ থেকেই শিশুর শরীরে প্রবেশ করে। এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি এমন কিছু রোগ।
সংক্রামক রোগ প্রতিরোধে টিকার ভূমিকা অনস্বীকার্য। অনেক সংক্রামক রোগই টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও গর্ভবতী মায়েদের টিকাদানের ব্যবস্থা আছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আমাদের দেশে সন্তান জন্মদানে সক্ষম নারী যাদের বয়স ১৫ থকে ৪৯ বছর, তাদের জন্য ধনুস্টকার ও রুবেলার বিরুদ্ধে টিটি ও এমআর টিকা দেওয়া হয়।
টিটেনাসের ৫টি টিকার ডোজ সম্পন্ন থাকলে আর গর্ভাবস্থায় এই টিকা নেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি কোনো টিকা না নিয়ে থাকেন, সে ক্ষেত্রে গর্ভাবস্থায় ৫ মাসের পর ১ মাসের ব্যবধানে পর পর দুটি টিটি টিকা দিয়ে নিতে হবে।
মা ধনুস্টঙ্কারের টিকা নিলে নবজাতক ধনুস্টঙ্কার থেকে রক্ষা পায়। মায়ের হামের টিকা জন্মের ছয় মাস পর্যন্ত শিশুকে সুরক্ষিত রাখে। মায়ের রুবেলার টিকা নেওয়া থাকলে গর্ভস্থ শিশু রুবেলাজনিত জন্ম ত্রুটি থেকে রক্ষা পায়। যেসব নারী গর্ভধারণের পরিকল্পনা করছেন কিন্তু রুবেলার টিকা দেওয়া নেই, তারা গর্ভধারণের অন্তত এক মাস আগে টিকাটি দিয়ে নিলে সুরক্ষিত থাকবেন।
কোন কোন টিকা গর্ভাবস্থায় নেওয়া যাবে না
কিছু টিকা রয়েছে, যা গর্ভকালীন সময়ে নেওয়া রীতিমতো বিপজ্জনক। মাম্পস, হাম, রুবেলা, চিকেন পক্স, বিসিজি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, টাইফয়েডের টিকা গর্ভাবস্থায় পরিহার করতে হবে।
ডোজ টিকা কখন দেবেন
প্রথম ডোজ টিটি ও এমআর ১৫ বছর বয়স থেকে
দ্বিতীয় ডোজ টিটি প্রথম ডোজের ৪ সপ্তাহ পরে
তৃতীয় ডোজ টিটি দ্বিতীয় ডোজের ৬ মাস পরে
চতুর্থ ডোজ টিটি তৃতীয় ডোজের ১ বছর পরে
পঞ্চম ডোজ টিটি চতুর্থ ডোজের ১ বছর পরে
Discussion about this post