হার্টবিট ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (২৭ মে) অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ১৩ জুন পর্যন্ত।
গত রোববার (২৫ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (চিকিৎসা শিক্ষা-২) রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টায় শুরু হওয়া অনলাইন আবেদন ১৩ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ জুন।
Discussion about this post