হার্টবিট ডেস্ক
আগামী ১লা জুন সরকারি-বেসরকারি ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে। ২৭ জুন এসব কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর আবেদন ফি ধরা হয়েছে এক (১) হাজার টাকা।
সোমবার (২৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুন সকাল ১০টায় অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৭ জুন রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। ১৮ জুন রাত ১১.৫৯ পর্যন্ত )
অনলাইনে আবেদনের ফি জমা দেওয়া যাবে। প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে ২৫ ও ২৬ জুনের মধ্যে। এরপর ২৭ জুন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজ, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, লক্ষ্মীপুরের বেসরকারি রওশন জাহান ইউনানী মেডিকেল কলেজ, বগুড়ার বেসরকারি হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, মুন্সিগঞ্জের হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী আয়ুর্বেদিক মেডিসিন, এবং ঢাকার বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে।
এতে বলা হয়, যারা ২০২১ বা ২০২২ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ইংরেজি ২০২১ সালের পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
এ ছাড়া আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ পেতে হবে। তবে কোনো শিক্ষার্থী এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর চেয়ে কম প্রাপ্ত হলে আবেদনের যোগ্য হবেন না। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। সকলের জন্যে এইচএসসি ও সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৫০ শতাংশ আসনে সমন্বিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এবং ৫০ শতাংশ আসন ডিপ্লোমাধারীদের জন্য সুনির্দিষ্ট থাকবে। এ ছাড়া বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিএইচএমএস কোর্সে ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত আছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
Discussion about this post