হার্টবিট ডেস্ক
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অধ্যাপক ডা. অভ্র দাশ ভৌমিককে। একইসঙ্গে একই প্রতিষ্ঠানে কর্মরত সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপকও হয়েছেন তিনি।
রোববার (১২ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ ৫৬৫০০-৭৪৪০০ টাকা বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হলো।
এতে আরো বলা হয়েছে, পদায়নকৃত চিকিৎসক আগামী ৭ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবস থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ডরিলিজ) হিসেবে গণ্য হবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা পদায়নকৃত কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে।
Discussion about this post