হার্টবিট ডেস্ক
দীর্ঘদিন পরে আবারো নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে এই ভাইরাসটি। সেই ধারাতেই এবার নতুন রূপ ‘পিরোলা’ বেড়েই চলছে বিশ্বের বিভিন্ন দেশে।
পিরোলা ভাইরাস এরই মধ্যে ১১ দেশে ছড়িয়ে পড়েছে। আর যে গতিতে ছড়াচ্ছে সেটি নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত পিরোলার মারণ ক্ষমতা সম্পর্কে পরিস্কার কোন ধারণা পাওয়া না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি মানষের অ্যান্টিবডিকে দুর্বল করে দিচ্ছে।
আরও পড়ুন:যুক্তরাজ্যে প্রথমবার ক্যানসার চিকিৎসা হবে ‘৭ মিনিটের’ ইনজেকশনে
মানুষের শরীরে অ্যান্টিবডির ক্ষমতা কমিয়ে দিতে পারে এই নতুন প্রজাতি। এমনি অ্যান্টিবডিগুলো ভাইরাল স্ট্রেনের সঙ্গে জুড়ে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে দেয়, কিন্তু পিরোলার এমন ক্ষমতা আছে যা অ্যান্টিবডির গুণই নষ্ট করে দিতে পারে। আর এ কারণেই চিন্তিত বিশ্বের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সম্প্রতি বিএ.২.৮৬ নামের এই ভাইরাসের অস্তিত্বের খোঁজ পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই প্রজাতি আসলে ওমিক্রনের আরেক রূপ। ডেনমার্ক, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন চারটি দেশে এখন পর্যন্ত পিরোলা ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে, আরও বেশ কিছু দেশে পিরোলা ছড়িয়ে পড়েছে। যদিও এই রূপ কতটা ভয়ঙ্কর ও সংক্রামক, সে সম্পর্কে এখনও যথেষ্ট তথ্য হাতে তাদের আসেনি বলে। এ জন্য আরও নজরদারি ও তথ্য সংগ্রহ করা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তাই পিরোলাকে এখন ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’ গোত্রের মধ্যে রেখে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে, এই নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইয়েল মেডিসিন জানিয়েছে, উদ্বেগের কারণ মিউটেশন বেশি থাকা। ডেল্টা ও ওমিক্রন রূপের সঙ্গে পিরোলার অনেকটাই মিল আছে।
Discussion about this post