হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) ফেলোশীপ প্রোগ্রামের চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক বিলের জন্য আবেদন করতে বলা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে ‘বিসিপিএসের ফেলোশীপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জুলাই থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে এফসিপিএস দ্বিতীয় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএসের ওয়েবসাইট থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযথাভাবে পূরণ করে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হলো।’
এতে আরও বলা হয়েছে ‘যারা অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে পারিতোষিকের জন্য ইতো:পূর্বে আবেদন করেননি, তাঁরা এই ভাতার আওতায় আসবেন না।’
Discussion about this post