হার্টবিট ডেস্ক
রোগীদের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন অফিস পটুয়াখালি ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের জন্য ১৪৪ জন সেবা কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
পটুয়াখালি ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১৯ জন ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের জন্য ২৫ জন সেবা কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
নোটিসে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল সার্জন অফিস,পটুয়াখালী ও তার নিয়ন্ত্রণাধীন (বক্ষব্যাধি ক্লিনিক একটি, ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুটি ২০ শয্যা হাসপাতাল) প্রতিষ্ঠানসমূহের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৬৭টি পদ শূন্য আছে। হাসপাতালে আগত রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ায় সিভিল সার্জন অফিস, পটুয়াখালী ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান/হাসপাতালের রোগীদের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক ১১৯ সেবা কর্মী নিয়োগের অনুমতি প্রদানের জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে।’
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরাধীন ২০০ শয্যা বিশিষ্ট ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২০০ জন রোগী আউটডোরে চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। হাসপাতালটিতে চতুর্থ শ্রেণির জনবলের সংখ্যা কম থাকায় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সার্বক্ষণিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক ২৫ সেবা কর্মী নিয়োগের অনুমতি প্রদানের জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় পটুয়াখালী ও তার নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান/হাসপাতাল এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ অনুযায়ী উল্লিখিত মোট ১৪৪ জন সেবা কর্মীর সেবা ক্রয়ের সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
Discussion about this post