হার্টবিট ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
স্বাচিপের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়।
সংগঠনটির সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান আজ শুক্রবার (২৫ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের ৫ম সম্মেলনে সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, বর্তমানে দেশে স্বাচিপের সদস্য সংখ্যা ২০ হাজারেরও বেশি। প্রতি পাঁচ বছর পর পর সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Discussion about this post