হার্টবিট ডেস্ক
দেশের সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৩য় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সদস্য সচিব, কেন্দ্রীয় ভর্তি কমিটি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে মেধাক্রম ও পছন্দ অনুসারে ৩য় মাইগ্রেশনের জন্য নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হলো।’
এতে আরো বলা হয়েছে, ‘মাইগ্রেশনের জন্য নির্বাচিত প্রার্থীগণ বিএনএমসির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল অংশে সফটওয়্যারের মাধ্যমে প্রকাশিত বিস্তারিত ফলাফল দেখতে পারেন, সেখানে প্রদত্ত Go Application Print Copy বাঁটনে ক্লিক করে ভর্তির ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে নির্ধারিত প্রতিষ্ঠানে ভর্তির ফরম প্রিন্ট করে ২২ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’
Discussion about this post