হার্টবিট ডেস্ক
করোনা মহামারীতে সরকারের ঘোষিত লকডাউনের মধ্যেও অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে জুলাই-২০২১ সেশনের এমডি, এমএস, রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-বি থিসিস পরীক্ষা।
সোমবার (৫ এপ্রিল) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মূলত পরীক্ষা গ্রহণের জন্য দুইটি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত দু’টি হলো:
১. প্রচলিত নিয়মে পরীক্ষক ও পরীক্ষার্থীর স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে থিসিস পরীক্ষা গ্রহণ।
২. ভার্চুয়ালি অর্থাৎ Zoom meeting এর মাধ্যমে থিসিস পরীক্ষা গ্রহণ করা যাবে।
অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের e-mail: thesis@bsmmu.edu.bd এ থিসিসের Soft copy (Word format) অথবা CD বা Pendrive এর মাধ্যমে আগামী ১০ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কক্ষ নং-১০৪, ২য় তলা, ব্লক-বি ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post