হার্টবিট ডেস্ক
‘রক্ত চাই’- এই বলে মানুষের আকুতির শেষ নেই। রক্তের আকাল ঠেকাতে সুখবর দিচ্ছে বিজ্ঞানীরা। এই সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন তারা।
ব্রিটেনের একদল গবেষকের দাবি, এবার ল্যাবেই তৈরি করা হচ্ছে রক্ত। আর তা মানুষের শরীরে ইতিমধ্যেই প্রবেশ করানো হয়েছে। আর এটাই বিশ্বের প্রথম কৃত্রিম রক্তদানের ক্লিনিকাল ট্রায়াল। ট্রায়ালে খুবই স্বল্প পরিমাণে,যা মাত্র দুই চামচ রক্ত নিয়েই এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আর মানুষের শরীরে ল্যাবে তৈরি রক্ত সঠিক ভাবে কাজ করছে কিনা, সেটা পরীক্ষা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আসলে রক্তদানের উপরেই সাধারণত নির্ভর করে থাকতে হয়। কিন্তু প্রয়োজনীয় অথচ বিরল ব্লাড গ্রুপের রক্ত সব সময় সব ক্ষেত্রে পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই সমস্যা যাতে না-হয়, তার জন্যই ল্যাবে বানানো হচ্ছে রক্ত।
শুধু তাই না, এটা তাদের জন্যও খুবই জরুরি একটা বিষয়, যাদের সব সময় রক্তদানের উপর নির্ভর করে থাকতে হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, সিকল সেল অ্যানিমিয়া রোগীদের কথাই। যদি রক্ত না মেলে, তাহলে শরীর সেই রক্ত গ্রহণ করতে অস্বীকার করে এবং চিকিৎসাও বিফলে যায় ।অতিপরিচিত এ, বি, এবি এবং ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে ততটাও সমস্যা হয় না। কিন্তু কিছু বিরল ব্লাড গ্রুপের ক্ষেত্রে সমস্যা গুরুতর।
সূত্র: নিউজ বাংলা ১৮
Discussion about this post