হার্টবিট ডেস্ক
বিদেশে থেকে এমবিবিএস পাস করা চিকিৎসকদের দেশে নিবন্ধন পাওয়ার যোগ্যতা যাচাই পরীক্ষায় কৃতকার্যদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
শুক্রবার ( ৪ নভেম্বর) বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা.মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
নোটিসে বিএমডিসির নিবন্ধন পাওয়ার যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের বাহির থেকে যেসব শিক্ষার্থী এমবিবিএস শেষ করে আসেন, তাদেরকে দেশে চিকিৎসায় পড়াশোনা ও প্রাক্টিসের জন্য নিয়মানুযায়ী বিএমডিসির অধীনে সার্টিফিকেট যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষা বছরে দুইবার অনুষ্ঠিত হয়। যেসব শিক্ষার্থী পাস করেন, তারা দেশের বিভিন্ন মেডিকেলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একবছর ইন্টার্ন করতে হয়। পরবর্তীতে প্রাক্টিসের সুযোগ পেয়ে থাকেন।
Discussion about this post