হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এর এফসিপিএস পেডিয়াট্রিকস মিডটার্ম MOCK (OSPE & OSCE) পরীক্ষা আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ শনিবার ( ৫ নভেম্বর) বিসিপিএ’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এর এফসিপিএস পেডিয়াট্রিকস মিডটার্ম পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকস এর উদ্যেগে এফসিপিএস পেডিয়াট্রিকস মিডটার্ম MOCK (OSPE & OSCE) পরীক্ষা আগামী ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কলেজের ব্লক-বি ভবনে ( ৩য় তলা, কক্ষ নং বি-৩০১) অনুষ্ঠিত হবে এবং feedback session দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘MOCK (OSPE & OSCE) পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য “সচিব বিসিপিএস” বরাবর এক হাজার টাকা UCB এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদ এর স্ক্যান কপি বিসিপিএস এর ওয়েবসাইটে আপলোড করে আগামী ১০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’
Discussion about this post