ø Dr. Md. Minhajul Hasan obtained his MBBS from Chittagong Medical College in 2004. He obtained the prestigious FCPS in Surgery from the BCPS in 2016.
ø He obtained MS in Cardiothoracic & Vascular surgery from the National Institute of Cardiovascular Diseases (NICVD). After which, he served in highest center of Vascular surgery in Bangladesh, the NICVD, as the Resident surgeon of Vascular surgery in 2019. Being experienced and expert in Vascular and Endovascular surgery, he moved to Chattogram to start vascular surgery in Chittagong Medical College Hospital and took the post of Resident surgeon of vascular surgery, CMCH.
ø It’s him who started emergency vascular surgery in Chittagong Medical College Hospital and regular Vascular surgery OPD (outpatient department). It’s due to his sincere and endless efforts, that Chittagong Medical College Hospital is going to start routine vascular surgical operations very soon.
ø He is very skilled and experienced in treatment of complex vascular diseases, like peripheral arterial bypass surgery, Aortic aneurysm, Arteriovenous malformations, Cervical rib excision, Diabetic foot ulcers and gangrenes, venous ulcers, leg swelling and limb salvage surgery.
ø He is regularly doing Varicose vein surgery, A-V fistula creation for dialysis, Permanent catheterization for dialysis, Pseudoaneurysm excision etc.
ø He is trained in modern techniques of Vascular surgery, and endovascular surgery as well. He is the Doctor of choice for peripheral angiogram, angioplasty and stenting in greater Chattogram.He is the surgeon who started endovenous surgery in Chattogram, having performed LASER and Radiofrequency ablation of varicose vein very successfully in Parkview hospital, Chattogram.
ø He has specialized training in Thoracic surgery. He is one of the members of the team who started thoracic surgery in Chittagong Medical College Hospital. Esophageal surgery, especially cancer surgery is his special area of interest.
ø As a General surgeon, he efficiently performs Hernia, Hydrocele, Varicocele, appendix and Gallbladder operations.
ø He attended many courses and conferences on General, Thoracic, Vascular and Endovascular surgery at home and abroad. He has 3 scientific publications in national and international journals.
ø He is currently office secretary of Bangladesh Vascular Society (BVS) and also life member of Society of Surgeons of Bangladesh (SOSB) and Society of Endo-laparoscopic Surgeons of Bangladesh (SELSB).
ø ডা. মো. মিনহাজুল হাসান ২০০৪ সালে চট্টগ্রাম মেডিকল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০০৮ সালে তিনি বিসিএস উত্তির্ণ হয়ে সরকারী হাসপাতালে যোগ দেন।২০১৬ সালে তিনি জেনারেল সার্জারিতে সাফল্যের সাথে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। নিজেকে আরও দক্ষ করে তুলতে ২০১৯ সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারিতে এমএস ডিগ্রী অর্জন করেন তিনি।
ø ভাসকুলার সার্জারিতে দক্ষতা অর্জনের জন্য তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগে যোগ দেন আবাসিক সার্জন হিসেবে।ভাসকুলার ও এন্ডোভসকুলার সার্জারিতে দক্ষতা অর্জনের পর তিনি চট্টগ্রামে ফিরে আসেন। একই পদে যোগ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগে। তার যোগদানের পরই চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে আলাদা বিভাগ হিসেবে যাত্রা শুরু হয় ভাসকুলার সার্জারির। ভাসকুলার সার্জারির নিয়মিত বহির্বিভাগ এবং ইমার্জেন্সী অপারেশন শুরু করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।তার ঐকান্তিক এবং নিরলস প্রচেষ্টায় অল্পকিছুদিন এরমধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গভাবে শুরু হতে যাচ্ছে ভাসকুলার সার্জারি বিভাগ।
ø রক্তনালী সংশ্লিষ্ট জটিল রোগের চিকিৎসায়, যেমন পায়ের রক্তনালীর বাইপাস অপারেশন, মহাধমনী ও অন্যান্য রক্তনালীর এনিউরিজম, রক্তনালীর জন্ম-ত্রুটি,হঠাৎকরে রক্তজমাট বেঁধে বা অন্যকারনে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারনে হাত ঠান্ডা হয়ে যাওয়া বা পঁচনধরা,ডায়াবেটিসজনিত পায়ের ঘা ও পঁচন,ভেনাস আলসার,দীর্ঘমেয়াদী পায়ের ফোলা, অংগহানি রোধক সার্জারি–ইত্যাদি বিষয়ে তিনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ।
ø পায়ের আঁকাবাঁকা রক্তনালী বা ভেরিকোজভেইন এর অপারেশন, ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা তৈরি কিংবা ক্যাথেটার লাগানোর কাজ তিনি নিয়মিতই করছেন।প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন ভাসকুলার এবং এন্ডোভাসকুলার সার্জারির আধুনিকতর সব অপারেশন এর দক্ষতা দিয়ে।বৃহত্তর চট্টগ্রামে রক্তনালীর এনজিও, এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং (রক্তনালীর রিং লাগানো) এর জন্য তার বিকল্প নেই।তার হাতেই চট্টগ্রামে এন্ডোভেনাস সার্জারির যাত্রা শুরু হয়। ইতোমধ্যেই চট্টগ্রাম এর পার্কভিউ হাসপাতালে লেজার এবং রেডিওফ্রিকোয়েন্সি এবলেশন পদ্ধতিতে ভেরিকোজ ভেইন অপারেশন শুরু করেছেন তিনি ।
ø থোরাসিক সার্জারিতে তার দীর্ঘ বিশেষায়িত ট্রেনিং আছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থোরাসিক সার্জারি সূচনাকারী টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অন্ননালীর বিভিন্ন অপারেশন, বিশেষ করে অন্ননালীর ক্যান্সার সার্জারি তার বিশেষ আগ্রহের বিষয়।
ø একজন জেনারেল সার্জন হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে হার্নিয়া, হাইড্রোসিল, ভেরিকোসিল, এপেনডিক্স ও পিত্তথলির অপারেশন করে থাকেন।
ø দেশে এবং বিদেশে জেনারেল, থোরাসিক এবং ভাসকুলার সার্জারির অনেক কোর্স এবং কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছেন।দেশি এবং আন্তর্জাতিক জার্নালে তার তিনটি গবেষণা প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত।
ø বর্তমানে তিনি বাংলাদেশ ভাসকুলার সোসাইটির অফিস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (SOSB) এবং সোসাইটি অব ল্যাপারোস্কপিক সার্জনস (SELSB) এর আজীবন সদস্য।
MBBS,PhD
MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD
MBBS, MCPS, MD
MBBS, MD
© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.
© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.