হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের আওতায় এসেছেন ৫ কোটি ৭৬ লাখের বেশি মানুষ।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, করোনা টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৭৫৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ২ হাজার ৫৩০ জন। আর দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪০ লাখ ১ হাজার ৯১৬ জন মানুষ।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ হাজার ৭৭৬ জন, দ্বিতীয় ডোজ ৫ হাজার ১২৭ জন এবং বুস্টার ডোজ টিকা নিয়েছেন ২৮ হাজার ২৩৬ জন মানুষ। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
Discussion about this post