হার্টবিট ডেস্ক
দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট (উপধরন) ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে সংস্থাটির ভেরিফাইড পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংসহ অন্তত ১৭ দেশে করোনার এই উপধরন পাওয়া গেছে।
এতে বলা হয়েছে, ‘চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ-২ জিনোম সিকোয়েন্স করেছে এবং এতে দেখা গেছে যে, ভাইরাসটি এখনও সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.২ ৮৪ % এবং বিএ.৫ ১৬ % শনাক্ত করা হয়েছিল।’
এতে আরও বলা হয়েছে,‘এই উপধরনগুলোর অধিকাংশকে একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্স বি বি দ্বারা প্রতিস্থাপি করা হয়েছে, যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) সারা দেশে ছড়িয়ে পড়া ভাইরাসগুলোর ৮৫ % (৪৮ এর মধ্যে ৪১) গঠন করেছে।’
‘গবেষণা চলাকালে আরেকটি নতুন উপধরন বিএম শনাক্ত করা হয়েছিল’,বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Discussion about this post