হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত এডহক নিয়োগপ্রাপ্ত ৩২১ সিনিয়র স্টাফ নার্সের চাকরি স্থায়ী করলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
রোববার (২৩ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত আলাদা দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় ২০১৩ সালে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সগণ বিভিন্ন হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করেন। স্বাস্থ্য ও পরবিার কল্যান মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণদের চাকরি নিয়মিতকরণ করায় তাদের চাকরিকাল দুই বছরের অধিক এবং চাকরিকাল সন্তোষজনক হওয়ায় যোগদানের তারিখ হতে চাকরি স্থায়ীকরণ করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের ১১-০১-২০১৮ তারিখে ৪৫.১৫৮.০১১.০০.০০.০১৬.২০১৭-১৯ সংখ্যক স্মারকের প্রেক্ষিতে জারি করা হলো।’
‘এ আদেশ মহাপরিচালক মহোদয়ের অনুমোদনক্রমে জারি করা হলো’,আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post