হার্টবিট ডেস্ক
এক সপ্তাহ পর মশাবাহিত ডেঙ্গু জ্বরে মৃত্যু শূন্য দিন দেখলো দেশ। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩০৪ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন চিকিৎসাধীন আছেন।
আজ শুক্রবার (২১ অক্টোবর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ২০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫২টি হাসপাতালে দুই হাজার ১৮২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ২৫ জন।
এতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৯ হাজার ১০৭ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৯০৪ জন এবং ঢাকার বাইরে আট হাজার ২০৩ জন।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫৭ জন ও ঢাকার বাইরে সাত হাজার ১৩৩ জন।
Discussion about this post