হার্টবিট ডেস্ক
বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন, ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা অনিরুপিত রয়েছে। প্রতি এক লাখ মানুষের জন্য একজনেরও কম মানসিক স্বাস্থ্যকর্মী রয়েছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে যে প্রচারণা ও অর্থ বরাদ্দ দেওয়া উচিত তা আমরা বাংলাদেশে বা সারাবিশ্বেই দেখি না। মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি কাজ করা উচিত।
বুধবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ উপলক্ষে ইনার হুইল অব ঢাকা নর্থওয়েস্ট ও ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারি আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে ও অব্যাহত রেখেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি মানসিক চাপ বাড়িয়েছে। মহামারির প্রথম বছরে উদ্বেগ এবং হতাশাজনক ব্যাধি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং মানসিক স্বাস্থ্যের অবস্থার জন্য চিকিৎসার ফাঁক প্রশস্ত হয়েছে।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দীনা।
আলোচনা সভা শেষে শিশু ও কিশোরদের হাতে সার্টিফিকেট ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য লেখা মগ তুলে দেওয়া হয়।
Discussion about this post