হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্ক্রিনিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন বন্দরে (স্থল,নৌ,বিমান ও রেলওয়ে স্টেশন) গত ২৪ ঘন্টায় পাঁচ হাজার ৩৫৯ জন যাত্রীর স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে।
আজ রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর) একদিনে এক হাজার ৭৫৩ জন যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে। অন্যান্য চালু স্থলবন্দর গুলোতে তিন হাজার ৪০৭ জন। দুটি সমুদ্রবন্দরে (চট্টগ্রাম সমুদ্রবন্দর, মংলা সমুদ্রবন্দর) ১৯৯ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন হয়।
এতে আরও বলা হয়, ২০২০ সালের ২১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত সর্বমোট যাত্রীর সংখ্যা ৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার ৮৪৪ জন স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।
Discussion about this post