হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৮ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের উচ্চতর স্কেলে পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
আজ রোববার (১৬ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাটে প্রকাশিত অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নিম্নে বর্ণিত সিনিয়র স্টাফ নার্সদের (সাবেক ৩য় শ্রেণি) নিয়মিতভাবে চাকরিকাল সন্তোষজনকভাবে ৮/১২/১৫ বৎসর পূর্ণ হওয়ায় ৫ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচনী কমিটির সভার সুপারিশক্রমে তাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে প্রাপ্যতা স্বাপেক্ষে ১ম/২য়/৩য় উচ্চতর (টাইমস্কেল) হিসাবে উল্লেখিত স্কেল/গ্রড ভূতাপেক্ষভাবে মঞ্জুর করা হলো।’
‘অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’, আদেশে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post