হার্টবিট ডেস্ক
দেহের নানা ব্যথার জন্য অনেকেই নিয়মিত পেইনকিলার খেয়ে থাকে। বহু পেইনকিলারের মধ্যে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে সমস্যা তৈরি করতে পারে।
এমনকি এ পেইনকিলার আপনার কিডনিতেও সমস্যা সৃষ্টি করতে পারে।
দীর্ঘদিন ধরে পেইনকিলার (ব্যথার ওষুধ) খেলে হতে পারে অ্যানালজেসিক নিউরোপ্যাথি। অথ্যাৎ ব্যথার ওষুধের খেলে কিডনি খারাপ হয়।
শরীরে পানির ভারসাম্য রাখা, এসিডের ভারসাম্য রাখা, খারাপ পদার্থকে শরীরের বাইরে বের করে দেওয়াসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিডনি। সাধারণত মাঝে মধ্যে ব্যবহার করলে পেইনকিলার থেকে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে প্রতিদিন পেইনকিলার খেলে অবশ্যই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
পেইনকিলার খেয়ে কিডনির রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে বয়স্কদের থেকে শুরু করে ডায়াবেটিস, ব্লাডপ্রেসার রয়েছে এমন রোগীদের ক্ষেত্রেও।
বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ মানুষ অ্যাকিউট কিডনির সমস্যা নিয়েই চিকিৎসকের কাছে আসে। তাদের ক্রিয়েটিনিন থাকে বেশি। আর আগে থেকেই কারো কিডনির সমস্যা থাকলে পেইনকিলার খেলে তা আরও বেড়ে যাতে পারে। এছাড়া পেইনকিলার কিন্তু শরীরে পটাসিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
যা মেনে চলতে হবে-
- নিজে থেকে নিয়মিত ব্যথার ওষুধ খাবেন না। বিশেষত, যাদের কিডনির রোগ, ডায়াবেটিস বা প্রেসার আছে।
- প্রেসক্রিপশন ছাড়া পেইনকিলার কেনা থেকে বিরত থাকুন।
*আউবুপ্রোফেন, ডাইক্লোফেনাক ও ন্যাপরোক্সেন জাতীয় ওষুধ তৈরি করতে পারে কিডনির নানা সমস্যা।
*পেইনকিলার খেতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Discussion about this post