হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) জানুয়ারী ২০২৩ এর এফসিপিএস বিভিন্ন কোর্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এবার প্রথমবারের মতো চালু হয়েছে ডিজিটাল পদ্ধতে টাকা জমা দেওয়ার সুযোগ।
আজ শনিবার (১৫ অক্টোবর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘জানুয়ারী ২০২৩ অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিডটার্ম পরীক্ষা, প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) এবং এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন এবং পরীক্ষা ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে বিসিপিএসের নিজস্ব ওয়েবসাইটে (www.exams.bcpsbd.org) দেওয়া অনলাইন ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদন বাধ্যতামূলক।’
এতে আরও বলা হয়েছে, ‘এফসিপিএস পার্ট-১-এর নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি ১১ হাজার টাকা, পুরাতনদের ১০ হাজার টাকা। এফসিপিএস পার্ট-১ (অতিরিক্ত বিষয় এবং বিষয় পরিবর্তন) প্রার্থীদের জন্য ১১ হাজার টাকা। এফসিপিএস মিডটার্মের (যারা পাঁচ বছরের কম ফেলোশিপ করেছেন এবং জানুয়ারি ২০২০ এ এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন কিংবা পরে এফসিপিএস পার্ট-১ শেষ করবেন) নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরনোদের জন্য ১২ হাজার টাকা। প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২-এর নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরনোদের জন্য ১২ হাজার টাকা। এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএসের (সাব-স্পেশালিটি) নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরনোদের জন্য ১৩ হাটার ৫০০ টাকা। এমসিপিএস নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরনোদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা। এফসিপিএস-২ (ফাইনাল), প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএসে (সাব-স্পেশালিটি) যারা পূর্বের লিখিত পরীক্ষায় ১৫ গ্রেড অর্জন করেছেন তারা ১২ হাজার টাকায় পরবর্তী দুটি পরীক্ষার রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফিতে অংশ নিতে পারবেন।’
প্রার্থীরা এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ডেবিট/ক্রেডিট কার্ডের (ভিসা, মাস্টারকার্ড, ইউনিয়ন পে, নেক্সাস, অ্যামেক্স) বা ইন্টারনেট ব্যাংকিং (সিটি টাচ, এবি ডিরেক্ট, ব্যাংক এশিয়া, এমটিবি ইন্টারনেট ব্যাংকিং, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং) বা ওয়ালেট (আই-পে, ডি-মানি) বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, মাইক্যাশ, টি-ক্যাশ, শিওর ক্যাশ, ইউ-পে) মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি প্রচলিত পদ্ধতিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCBL) STD অ্যাকাউন্ট নম্বর- 0781301000000256- এবং ঢাকা ব্যাংক লিমিটেড (DBL) এসটিডি অ্যাকাউন্ট নং 0207150000000887 এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন।
Discussion about this post