হার্টবিট ডেস্ক
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবসে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ বুধবার (১২ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের উদ্যোগে শহীদ মিলন হলে সেমিনারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আতিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্পিকার হিসেবে উপস্থিত আছেন ভারতের প্রখ্যাত রিউমাটোলজিস্ট ডা. ল. রোহিনী হান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্লক ঘুরে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
আর্থ্রাইটিসের কারণে শরীরের সব জয়েন্টগুলোতেই যন্ত্রণাদায়ক অনুভূতি লক্ষ করা যায়। তবে এই রোগ নিয়েও রয়েছে কিছু কুসংস্কার। রোগ সম্পর্কে অসচেতনতা ও অজ্ঞতার উপর নির্ভর করে মানুষ নানারকম ধারণায় বশবর্তী হয়ে পড়ে। আর সেই ধারণাগুলো কাটিয়ে সচেতনতা বিস্তার করতেই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
Discussion about this post