হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে অক্টোবর মাসে (১ থেকে ৪ অক্টোবর) চার দিনে ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ জন নগরীর, জেলার ৩৮ জন এবং অন্যজেলার বাসিন্দা রয়েছেন ১০ জন। এর মধ্যে মঙ্গলবার (৪ অক্টোবর) নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে ছয় জন সরকারি হাসপাতালে এবং ১৩ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে অক্টোবরের চার দিনেই ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেন। এছাড়া সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জন মারা যান বলেও জানান এই কর্মকর্তা। এরমধ্যে তিন নারী, এক শিশু ও এক যুবক রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে জুন মাসে ১৭ জন, জুলাইয়ে ৫০ জন, আগস্টে ৭৬ জন এবং সেপ্টেম্বরে ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন। গত চার মাসে আক্রান্ত ৬৯৩ জনের মধ্যে ৪৯৫ জন নগরীর এবং ১৬৯ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা। ২৯ জন অন্য জেলার বাসিন্দাও রয়েছেন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে ৩৮ জন সীতাকুণ্ড, ১৯ জন সাতকানিয়া, পটিয়া ও কর্ণফুলীতে ১৯ জন করে, হাটহাজারীতে ১৫ জন ও মীরসরাইয়ে ১১ জন বাসিন্দা রয়েছেন।
এছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে প্রতিদিনই সাত থেকে আট জন করে নতুন রোগী চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন। সে হিসাবে এই দুই হাসপাতালে গত সেপ্টেম্বর মাসে দুইশ’র বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
Discussion about this post