হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে ১৩তম সার্ক মনোরোগ আন্তর্জাতিক সম্মেলনের শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুর নীলগিরি হলে ভার্চুয়ালি এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনের উদ্বোধনী সেশনে ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফজাল জাভেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী যৌথভাবে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত দুদিনের এ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৬৮০ জন মনোবিদ অংশ নিয়েছেন। একইসঙ্গে ৬৮ জন বক্তা বিভিন্ন বিষয়ে কথা বলবেন।
Discussion about this post