হার্টবিট ডেস্ক
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৩০৬ জন এবং ঢাকার বাইরে ১৩১ জন চিকিৎসাধীন আছেন।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৫২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০টি হাসপাতালে এক হাজার ১৮৩ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৩৪৬ জন।
এতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১২ হাজার ৮৭৫ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ১৭ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৮৫৮ জন।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা আট হাজার ৮শ‘ ১৩ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৪৮৫ জন।
Discussion about this post