হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইউরোপিয়ান ডিপ্লোমা অ্যানেসথিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ারের পার্ট-১ (ইসিএআইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পরীক্ষার হল পরিদর্শন করেন।
জানা গেছে, ডিপ্লোমা অ্যানেসথিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার পরীক্ষায় উত্তীর্ণ অ্যানেসথিওলজি ও ইনটেনসিভ কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেকোনো দেশে চিকিৎসা সেবা প্রদানের অনুমিত পাবেন। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও ভারত ও নেপালের বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৯২ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। পরীক্ষাটি দুটি বিষয়ে নেওয়া হয়।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে সারা বিশ্বে একই সময়ে ইউরোপিয়ান ডিপ্লোমা অ্যানেসথিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা দুটি পার্ট রয়েছে। প্রথম পার্ট পরীক্ষায় উত্তীর্ণরা পরের পার্টে অংশ নিতে পারবেন।
কেন্দ্র পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. একে এম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post