হার্টবিট ডেস্ক
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষ্যে বাংলাদেশে আর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। সংস্থাটির বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতার নিয়মাবলি
আগ্রহীরা বয়সের ভিত্তিতে দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ৮-১৫ বছর বয়সীরা ‘ক’ গ্রুপে এবং ১৬-২৪ বছর বয়সীরা ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করতে করবেন।
প্রতিযোগিতায় বিষয়বস্তু
1. `Mental Health means…’
2. `To promote mental health and wellbeing I will…’,
প্রতিযোগীদের নিজেদের আঁকা চিত্রকর্ম, নাম, বয়স, চিত্রকর্মের শিরোনাম আলাদা কাগজে লিখে ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: The NSD team. World Health Organisation Country Office For Bangladesh , House – SW(I),1/A,Road-8,Gulshan-1 Dhaka.
প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট দেওয়া হবে’, বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসঙ্গত, প্রতি বছর ১০ অক্টোবর সারা বিশ্বে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবারের এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের থিম হল- ‘Making Mental Health & Well-Being for All a Global Priority’.
Discussion about this post