হার্টবিট ডেস্ক
দেশের সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকসমূহে লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সমূহে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে রাখাতে হবে। এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে, না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নির্দেশনাটি সারাদেশের বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ, ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেনারেল সেক্রেটারিকে পাঠানো হয়েছে।
Discussion about this post