হার্টবিট ডেস্ক
বিশিষ্ট শিশুবিশেষজ্ঞ অধ্যাপক এমকিউ-কে তালুকদারকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) জনাব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলী ও সুবিধাদি) সিন্ধান্তমালা-১৯৮১’ অনুযায়ী বিশিষ্ট শিশুবিশেষজ্ঞ অধ্যাপক এমকিউকে তালুকদার, চেয়ারম্যান, সেন্ট্রাল ফর উইমেন এন্ড হেলথ (সিডব্লিউসিএইচ)-কে নিয়োগের তারিখ হতে ৫ বছরের জন্য নিম্নোক্ত শর্তে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
শর্তসমূহ
১. তিনি কোন গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সাথে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমত ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন এবং যেক্ষেত্রে তিনি কাজ করবেন তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করবেন।
২. তিনি যে শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন সেই প্রতিষ্ঠানের নিকট তাঁর শিক্ষা/গবেষণামূলক কাজের বার্ষিক রিপোর্ট পেশ করবেন, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে তাঁর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবেন।
৩. জাতীয় অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন সময়ে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তিনি স্বীয় পদে অধিষ্ঠিত থাকা কালীন সময়ে অন্য কোন বেতনভূক্ত চাকরি করতে পারবেন না। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Discussion about this post