হার্টবিট ডেস্ক
কেন্দ্রীয় শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসেনকে হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)।
রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সংগঠনের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে আজ থেকেই কাজে যোগদানের ঘোষণা দেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি এবং ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহার এবং আজ থেকে এই কাজে যোগদান করবেন বলে ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সেই আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সেনাল, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাবি প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ আহমেদ জানান, সিসি ফুটেজ দেখে যতটুকু পেয়েছি, এ নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি গেঞ্জি পেয়েছিলাম, সেটি বিজয় ৭১ হলের ছিল। কিন্তু সেটি দেখে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, ‘এটা নিয়ে কাজ করছি। আশা করি, কিছু দিনের মধ্যেই রেজাল্ট দিতে পারবো।’
Discussion about this post