হার্টবিট ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকাদান চলছে। একই সঙ্গে বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলছে। এ ভাইরাসটিতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৭০৩ জন এবং প্রাণ হারিয়েছেন ২৭ লাখ ৮৯ হাজার ৬৯২ জন।
আজ রোববার (২৮ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১০ কোটি ২৫ লাখ ৭১ হাজার ১৭০ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ভারত আছে, রাশিয়ার অবস্থান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, স্প্যান অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। তালিকায় ৩৪তম অবস্থানে আছে বাংলাদেশ।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি নয় লাখ ১৭ হাজার ১৩০ জন। মারা গেছেন পাঁচ লাখ ৬২ হাজার ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন আট হাজার ৮৬৯ জন এবং পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছেন।
Discussion about this post