হার্টবিট ডেস্ক
গত এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, মৃত্যু এবং সুস্থতা সব সূচকই বেড়েছে। চলতি বছরের এপিডেমিওলজিক্যাল ১১তম সপ্তাহের (১৪-২০ মার্চ) সঙ্গে ১২তম সপ্তাহের (২১-২৭ মার্চ) তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ২৭ দশমিক ৯৪ শতাংশ, রোগী শনাক্ত ৮৫ দশমিক ২৪ শতাংশ, সুস্থতা ২৬ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যু ৪২ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত দুই সপ্তাহের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ১৪-২০ মার্চ পর্যন্ত সময়ে এক লাখ ৩৯ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১২ হাজার ৭০৩ জন রোগী শনাক্ত, ১০ হাজার ৪০৮ জন সুস্থ এবং ১৪১ জনের মৃত্যু হয়।
অন্যদিকে ২১-২৭ মার্চ পর্যন্ত সময়ে এক লাখ ৭৮ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ২৩ হাজার ১০০ জন নতুন রোগী শনাক্ত, ১৩ হাজার ২০৪ জন সুস্থ এবং ২০১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৫ জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ সংখ্যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৬৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় নতুন তিন হাজার ৬৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।
শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭১ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৩৩ হাজার ৯২২ জনে।
Discussion about this post