ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় উন্নয়নের পাশাপাশি অনেক সংকটও রয়েছে। যার ফলে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এইসব সংকট উত্তরণে বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবায়ন হয়েছে খুব কম। স্বাস্থ্য ব্যবস্থাপনার সংকটের জন্য যেসব বিষয় দায়ী, তার সমাধান করা গেলে স্বাস্থ্যখাতের সমস্যা অনেকাংশে কমে যাবে।
স্বাস্থ্য ব্যবস্থায় সংকটসমূহ-
১. বিভাজিত পেশাজীবি রাজনীতি।
২. ডাক্তারদের একই জায়গায় দীর্ঘ দিন অবস্থান।
৩. শৃংখলা বহির্ভুত আচরণ এর শান্তি না হওয়া।
৪. ডাক্তার, নার্স অফিসার, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পেশাদারিত্বের অভাব ও শাস্তি না হওয়া।
৫. সকল পর্যায়ে নেতিবাচক মনোভাব।
৬. আমলা নির্ভর পরিকল্পনা।
৭. দক্ষ জনবল এর ঘাটতি।
৮. দ্রুত সিদ্ধান্ত না দেয়া।
৯. প্রশিক্ষিত জনবল এর অভাব।
১০. একই স্পেশালিটিতে বিভিন্ন ডিগ্রি।
১১. পদোন্নতির স্বপ্লতা ও দীর্ঘসূত্রিতা
১২. প্রান্তিক পর্যায়ে অর্থাৎ উপজেলা লেভেলে ডাক্তার দের স্বপ্লতা,নিরাপত্তা হীনতা, অনৈতিক প্রাপ্তির প্রভাব
১৩. প্রচার প্রিয়তা,নৈতিকতা ও কাউন্সিলেং এর অভাব
১৪.বিশেষ বিবেচনায় মেডিকেল কলেজের অনুমোদন
১৫. মাএারিক্ত পড়াশোনার চাপ স্বাস্থ্য ব্যবস্থাপনা কে ধ্বংস করছে।
১৬. সেবা গ্রহীতা জনগণের অতিরিক্ত চাপ হাসপাতাল গুলো তে অবস্থা আরো দুর্বিষহ করে তুলেছে।
১৭. কিছু ক্ষমতাধর রোগীর দাপুটে আচরণ,
১৮. কিছু সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিস্থিতিকে আরো বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।
চাকুরী জীবনের অভিজ্ঞতায় দেখেছি কর্তব্যপরায়ণ হলে বেশি বিপদ। স্রোতের অনুকূল এ থাকাই বোধ হয় ভাল। দোয়া করি, অন্তত বাংলাদেশে এ অবস্থার যেন অবসান হয়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
Discussion about this post