হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বেসিক সায়েন্স হচ্ছে চিকিৎসা-শিক্ষা গবেষণার সূতিকাগার। বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগকে সমৃদ্ধ করতে ইতোমধ্যেই অ্যানিমেল গবেষণার জন্য বেতার ভবনে জায়গা বরাদ্দসহ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপাচার্য বলেন, বেসিক সায়েন্স অনুষদের জেনোম সিকোয়েন্সিং গবেষণার জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় অর্থিক অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, দেশের চিকিৎসা, শিক্ষা এবং গবেষণা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে পিএইচডি ডিগ্রী অর্জনের কোন বিকল্প নেই।
তাই তিনি আগামীতে অনুষদের বিভিন্ন বিভাগে নতুন নতুন গবেষণা উদ্ভাবন করতে উক্ত কোর্সে ভর্তি হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার অত্র অনুষদের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য অনুষদীয় কমিটির প্রস্তাবিত গাইডলাইন অনুযায়ী ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ নামে পুরস্কারের প্রস্তাবটি ডিন’স কমিটিতে এবং পরবর্তীতে একাডেমিক কাউন্সিল কর্তৃক পাস হওয়ায় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তার কর্মোদ্যম ও আদর্শকে সামনে রেখে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এক নতুনমাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যার মাধ্যমে বিএসএমএমইউ হবে এ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনুকরণীয় আদর্শ ও বাংলাদেশের জন্য একটি গর্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণাও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদসহ আরও অনেকে।
Discussion about this post