হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফেলোশিপ প্রোগ্রামের অধীনে থিসিস কাজের সহায়তার জন্য রিসার্চ ক্লিনিক চালু করা হয়েছে।
আজ রোববার (৩১ জুলাই) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের (পার্ট-২) আওতায় প্রটোকল, ডিজার্টেশন ও থিসিস কাজে সহায়তার জন্য বিসিপিএসের আরটিএম বিভাগে ‘রিসার্চ ক্লিনিক’ চালু করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের প্রটোকল, ডিজার্টেশন ও থিসিস কার্যক্রম সম্পন্ন করতে কোনো সমস্যা মনে হলে রিসার্চ ক্লিনিকে এপয়েন্টমেন্ট ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক প্রশিক্ষণার্থীর সমস্যাগুলো সমাধান করা হবে। প্রতি শনিবার (ছুটির দিন ব্যতীত) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত রিসার্চ ক্লিনিকের কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সেবা প্রদানের জন্য আপাতত কোন রেজিস্ট্রেশন ফি গ্রহণ করা হবে না। রিসার্চ ক্লিনিকের এপয়েন্টমেন্টের জন্য কলেজের ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে পূরণপূর্বক প্রটোকল, ডিজার্টেশন বা থিসিস কপিসহ কলেজের আরটিএম বিভাগ, অফিস কক্ষে (ব্লক-বি, ২য় তলা, কক্ষ নং-২০৮) সংশ্লিষ্ট সকলকে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।’
Discussion about this post