হার্টবিট ডেস্ক
খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ আর নেই। বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাৎক্ষণিকভাবে তাঁকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএমএ সম্পন্ন করেন। তিনি ছিলেন ঢামেক ৩৮তম ব্যাচের শিক্ষার্থী।
পরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে মেডিসিনে এফসিপিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে গ্যাস্ট্রোএন্টারলজিতে এমডি করেন।
অধ্যাপক আব্দুল আহাদ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) খুলনা জেলার আজীবন সদস্য।
তিনি খুলনা জোহরা মেমোরিয়াল হসপিটালের চেয়ারম্যান ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন।
মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারলোজির বিশিষ্ট এ চিকিৎসকের বাড়ি সাতক্ষীরার তালা থানার তেতুলিয়া ইউনিয়নের মদনপুরে।
Discussion about this post