হার্টবিট ডেস্ক
দুর্যোগ ও সংকট মোকাবিলায় বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী।
আজ রোববার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জানা গেছে, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের শুরুতে ওমিক্রনের প্রভাবে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু দ্রুত প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সারা দেশে সংক্রমণ ব্যাপকহারে ছড়ালেও চাঁপাইনবাগঞ্জের করোনা মোকাবেলা কার্যক্রম মডেল হিসেবে পরিচিতি পায়। এরই স্বীকৃতি হিসেবে জেলার প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন।
Discussion about this post